Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি ভিত্তিতে যাকে দলে নিল চোটে জর্জরিত আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১৪:২০

ইনজুরিতে জর্জরিত আর্জেন্টিনা

প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর খানিকটা ব্যাকফুটেই আছেন তারা। আর্জেন্টিনার জন্য মরার উপরে খাঁড়ার ঘা হয়ে এসেছে ইনজুরিও। পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচের আগে জোড়া আঘাতে অস্বস্তিতে স্কালোনির দল। আর এতেই জরুরি ভিত্তিতে দলে ডাক পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনের।

পেরুর বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন নাহুয়েল মোলিনা ও ক্রিশ্চিয়ান রোমেরো। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ঊরুর চোট পেয়েছেন মোলিনা। তার সাথে একই ম্যাচে ইনজুরিতে পড়েছেন রোমেরোও। চোট নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। তবে খেলতে নেমে সেটা আরও প্রকট আকার ধারন করায় স্কোয়াড থেকেই ছিটকে গেছেন তিনি।

বিজ্ঞাপন

মোলিনা, রোমেরোর পাশাপাশি ইনজুরির কারণে শঙ্কায় আছেন নিকোলাস তালিয়াফিকোও। এর আগে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস, লিসান্দ্রো মার্টিনেজরা।

একের পর এক ফুটবলার ইনজুরিতে পড়ায় দুশ্চিন্তার ভাজ পড়েছে স্কালোনির কপালে। পেরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে তাই জরুরি ভিত্তিতে ডাক পড়েছে অ্যাটলেটিকোর জুলিয়ানোর। কিছুদিন আগেই বাবার অধীনে খেলতে নেমে জুলিয়ানো পেয়েছিলেন ক্লাবের হয়ে প্রথম গোল।

২১ বছর বয়সী জুলিয়ানো অবশ্য আর্জেন্টিনার জাসি গায়ে আগেও মাঠে নেমেছিল। গত অলিম্পিকে মরক্কোর বিপক্ষে ম্যাচে দলের হয়ে গোলও পেয়েছিলেন সিমিওনে জুনিয়র।

২০ নভেম্বর পেরুর বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন তারা।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা পেরু বিশ্বকাপ বাছাইপর্ব লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর