Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৩:১২

মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

মেহেরপুর: জেলার গাংনীর কাথুলী ইউপি মেম্বর আজমাইন হোসেন টুটুলকে (৪২) গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে আজমাইন হোসেন টুটুলের নিজ বাড়ি ধলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, বিপুল পরিমান কৃষি পণ্য ও কম্বল।

এই উদ্ধার অভিযানের আজমাইন হোসেন টুটুলকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথবাহিনীর নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ক্যাপ্টেন রওশন বলেন, ‘আজমাইন হোসেন টুটুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারী মালামাল রয়েছে মর্মে থাকা সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরী ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, ত্রানের কম্বল, সরকারী কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।’

আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারী সম্পদ আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের সাপেক্ষে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

ইউপি সদস্য গ্রেফতার মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর