Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু প্রচারেই ১৮ হাজার কোটি টাকা খরচ কমলার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১২:৩৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৫:০২

কমলা হ্যারিস

শুধু ক্যাম্পেইনেই প্রায় ১.৫ বিলিয়ন ডলার উড়িয়ে দিয়েছে নির্বাচনে ব্যর্থ ডেমোক্রেট পার্টি। প্রতি ডলার ১২০ টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার কোটি টাকায়।

৫ নভেম্বর নির্বাচন শেষ হওয়ার পরে ডেমোক্রেটদের দলীয় অভিযোগের মধ্যে হ্যারিস প্রচারণা বাবদ ব্যয়ের বিবরণ প্রকাশিত হয়।

শনিবার (১৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না বলেন, ‘আমরা অর্থনীতির ওপর জোর দেইনি। এর পরিবর্তে পুরো আমেরিকা জুড়ে কনসার্ট করার জন্য এক বিলিয়ন ডলার ব্যয় করেছি। মানে এটা হাস্যকর ছিল।’

কমলা হ্যারিসের প্রচারণায় খাদ্য সরবররাহ বাবদই ব্যয় করেছে ২৪ হাজার ডলার।

ফেডারেল নির্বাচন কমিশনের মতে, জুলাই থেকেই ডেমোক্রেটরা ‘উবার ইটস’ এবং ‘ডোরড্যাশ’ থেকে খাদ্য সরবরাহে প্রায় ১৪ হাজার ডলার খরচ করেছে।

ফাইলিংগুলি দেখায় যে, আইসক্রিম পিন্টস এবং পার্লার বাবদ যেমন সুইট লুসির আইসক্রিম এবং জেনির স্প্লেন্ডিড আইসক্রিমগুলোতে প্রচারাভিযানে প্রায় ৮ হাজার ডলার খরচ হয়েছে ৷

আরও ৬ হাজার ডলার সাইট ফি দেওয়া হয় অ্যারিজোনা বোর্ড গেম ক্যাফে স্নেকস অ্যান্ড ল্যাটেসকে।

প্রচারের শেষ দিনগুলোতে ব্যক্তিগত জেট ভ্রমণ বাবদ ব্যয় হয়েছে ২.৬ মিলিয়ন ডলার।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, কমলা হ্যারিসের ১ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের প্রচারাভিযানে দক্ষিণ ফ্লোরিডা ভিত্তিক ফার্ম প্রাইভেট জেট সার্ভিসেস বাবদ ২.২ মিলিয়ন ডলার এবং ভার্জিনিয়ার অ্যাডভান্সড এভিয়েশন টিমের জন্য আরও ৪৩০ হাজার ডলার খরচ করেছে ডেমোক্রেট পার্টি।

কমলার ব্যক্তিগত জেটগুলোতে মোট ব্যয় হয়েছে ১২ মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

কমলা হ্যারিসের প্রচারাভিযানে রেকর্ড পরিমাণ ব্যয় করা সত্ত্বেও প্রায় প্রতিটি রাজ্যেই জয় লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ডেমোক্রেটদের নির্বাচনে পরাজয়ের পর, প্রতিবেদনে উঠে এসেছে যে হ্যারিস প্রচারণা অতিরিক্ত ব্যয় করেছে যাতে ২০ মিলিয়ন ডলার ঋণ হয়েছে এবং এসব অপারেশনে কাজ করা কর্মীদের অর্থ প্রদান করা হবে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

কমলা হ্যারিস ডেমোক্রেট পার্টি যুক্তরাষ্ট্র নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর