নাফ নদী থেকে অপহৃত ৫ জেলের একজনের মরদেহ উদ্ধার
১৭ নভেম্বর ২০২৪ ১০:৫৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৩:০৭
কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জেলে উখিয়া পালংখালী ইউনিয়নের আঞ্জুম পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।
শনিবার রাতে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় পাঁচ জেলে মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্টি আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে তাদের কোনো ধরণের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শনিবারে স্থানীয়দের খবরে পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে। এখনও পর্যন্ত নিখোঁজ থাকা অপর চারজনের ব্যাপারে কোনো ধরণের তথ্য পাওয়া যায়নি। বাকি চারজন নিখোঁজের বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
আটক অন্য জেলেরা হলেন- পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম ও মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশরের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর পরিবার মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
সারাবাংলা/ইআ