চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর সাগর তীরবর্তী এলাকায় জেলেদের জাল রাখার ঘরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে নগরীর ইপিজেড থানার আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার তথ্য পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। খবর পেয়ে সিইপিজেড ও কেইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তবে শেখ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সাগরতীরে টিনের ছাউনি দেওয়া বাঁশের ঘরে রাখা হয় জেলেদের মাছ ধরার বড় বড় জালগুলো। আকমল আলী ঘাট এলাকায় এমন সারি সারি বেশকিছু ঘর আছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন ক্রমান্বয়ে সারিবদ্ধভাবে থাকা জাল রাখার ঘরগুলোতে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভাতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন।