Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুব্ধ মেসি আঙ্গুল তুলে রেফারিকে যা বলেছিলেন

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ২০:০৩

ক্ষুব্ধ মেসি রাগ ঝেড়েছেন রেফারির উপর

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ৮ বছর পর প্যারাগুয়ের কাছে হারের সেই ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নিজের হতাশা মেসি ঝেড়েছেন রেফারির উপরেও। এবার জানা গেল, ম্যাচের হাফ টাইমে রেফারি সাথে বেশ উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল মেসির।

গত কয়েক সপ্তাহে মাঠে মেসির সময়টা একদমই ভালো কাটছে না। ইন্টার মায়ামির হয়ে টানা দুই হারে প্লে-অফ থেকেই বিদায় নিতে হয়েছে মেসিকে। সেই হতাশা কাটতে না কাটতেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। এই ম্যাচে একেবারেই নিস্প্রভ ছিলেন মেসি।

বিজ্ঞাপন

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ছিল ১-১ গোলে সমতা। মাঠে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন ডারোকনোর কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন মেসি। বিরতির বাঁশি বাজানোর পর রেফারির সাথে বেশ কিছুক্ষণ তর্ক করেছেন মেসি। তর্কের এক পর্যায়ে আঙ্গুল তুলে রেফারিকে মেসি বলেন, ‘তুমি একটা ভীতু। তোমাকে আমার একদমই পছন্দ হচ্ছে না!’

রেফারি ও সহকারী রেফারিদের সাথে গজরাতে গজরাতেই বিরতির সময় মাঠ ছাড়েন মেসি। রেফারি অবশ্য মেসির এই আচরণে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি।

শেষ পর্যন্ত প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেই গেছে আর্জেন্টিনা। এই হারের পরেও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে আছে মেসির দল।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা প্যারাগুয়ে রেফারি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর