‘সংস্কারে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে’
১৬ নভেম্বর ২০২৪ ২০:৪৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২৩:০৯
ঢাকা: সংস্কারে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ নভেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও একটি গণতান্ত্রিক সমাজ। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে।’
‘সুতরাং নির্বাচনকেন্দ্রিক যে সমস্যাগুলো আছে, সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আমি আশা করব, নির্বাচন ব্যবস্থা, নির্বাচনকেন্দ্রিক প্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা— এগুলো সংস্কার করে অতি দ্রুত নির্বাচনে দেওয়াটা হবে এদেশের মানুষের জন্য কল্যাণকর’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কঠিন সময় পার করছি। এই সময়টা সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে। আগামীর সরকার আপনাদের তৈরি করতে হবে। আগামীর সরকার হবে জাতীয়তাবাদী তারেক রহমানের সরকার। সেখানে আমরা যেন সর্বক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, নেতৃত্ব দিতে পারি।’
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল কবীর আকন্দসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সারাবাংলা/এজেড/এইচআই