Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদে নারী আসনে সরাসরি ভোটের পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ২০:২৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২৩:১০

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যন্ড ডেমোক্রসি’র (আরএফইডি) মতবিনিময়

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের সুপারিশ করেছেন নির্বাচন নিয়ে খবর সংগ্রহকারী সাংবাদিকরা। এক্ষেত্রে তারা নারী আসন বাড়ানোর সুপারিশও করেছেন। এছাড়াও একগুচ্ছ সংশোধনী প্রস্তাব দিয়েছেন তারা।

শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যন্ড ডেমোক্রসি’র (আরএফইডি) সদস্য সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এসব সুপারিশ করেন।

বিজ্ঞাপন

আরএফইডি’র সভাপতি একরামুল হক সায়েম বলেন, ‘গণমাধ্যম নীতিমালা সংশোধন করে যেকোনো প্রকার প্রতিবন্ধকতা দূর করে খবর সংগ্রহের সুযোগ সৃষ্টি করতে হবে।’ এছাড়া সংরক্ষিত নারী আসনে সরাসরি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি তুলে আনার প্রতি জোর দেন তিনি।

আরএফইডি সদস্য রিয়াদুল করিম বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচনের সংজ্ঞা সুস্পষ্টকরণ, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট ও যোগ্য লোককে নির্বাচন কমিশনে নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে।’

সাংবাদিক গোলাম রাব্বানী বলেন, ‘প্রবাসে দেড় কোটি ভোটার রয়েছে। নির্বাচনি দায়িত্ব ও অন্যান্য কারণে ভোটের বাইরে থাকে ৫০ লাখের মতো ভোটার। সব মিলিয়ে প্রায় দুই কোটি ভোটার বাইরে থাকেন। তাদেরও পোস্টাল ব্যালটের আওতায় আনা উচিত।’

তিনি বলেন, ‘সংসদীয় আসন ৪০০ করা উচিত। এর মধ্যে ১০০ আসন হবে নারীদের জন্য। কেননা সংসদীয় ভোটারের ভারসাম্য থাকে না।’ সব প্রার্থীকে এক মঞ্চে এনে প্রচারের বিষয়টা আইনের মধ্যে আনার প্রতি জোর দেন তিনি।

আরএফইডির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ অন্য সাংবাদিকরাও নারী আসনে সরাসরি ভোট, না ভোটের বিধান ফিরিয়ে আনা, কমিশনের অধীনেই এনআইডি কার্যক্রম রাখা, পেশী শক্তি প্রভাবরোধ, নির্বাচন কমিশনারদের মর্যাদা মন্ত্রীর ওপরে আনা, প্রশাসনের পরিবর্তে ইসি কর্মকর্তাদের ভোটের দায়িত্বে আনাসহ নানা প্রস্তাব দেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ টপ নিউজ নারী আসন সরাসরি ভোট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর