দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ
১৬ নভেম্বর ২০২৪ ১৭:৫০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৫২
মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের একাদশে মাত্র একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিডফিলফার শাহ কাজেম কিরমানির বদলি হিসেবে শুরুর একাদশে এসেছেন মজিবর রহমান জনি। ১-০ ব্যবধানে হারা প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।
ফরোয়ার্ড লাইনে আছেন আগের ম্যাচের মতোই আছেন শেখ মোরসালিন, ফাহিম ফয়সাল ও রাকিব হাসান। মিডফিল্ডে জনির সঙ্গে হাভিয়ের কাবরেরা রেখেছেন মোহাম্মদ হৃদয় ও সোহেল রানাকে।
দুই সেন্ট্রাল ডিফেন্ডার সাদ উদ্দিন ও অধিনায়ক তপু বর্মন। দুই ফুলব্যাক শাকিল আহাদ তপু ও ঈসা ফয়সাল। গোলরক্ষক মিতুল মারমা, এই ম্যাচেও শুরুর একাদশে জায়গা হনি আনিসুর রহমান জিকোর।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, সাদউদ্দিন, ইসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবর রহমান জনি, শেখ মোরছালিন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন