Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ১৬:১৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৯

অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

অস্ট্রিয়ায় শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। এর মাধ্যমে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করার ইঙ্গিত দিচ্ছে মস্কো।

পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করে অস্ট্রিয়া। এই প্রেক্ষিতে ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল দেশটি।

এই চুক্তি সোভিয়েত ইউনিয়নের চেকোস্লোভাকিয়ায় আক্রমণের কয়েক মাস আগেই হয়।

তবে এ বছর রাশিয়ার গ্যাজপ্রম এবং অস্ট্রিয়ার ওএমভি-এর মধ্যে একটি চুক্তিগত বিরোধের কারণে এই সম্পর্কের সমাপ্তি ঘটবে।

মধ্য ইউরোপীয় গ্যাস হাব প্ল্যাটফর্মের এক নোটিশ অনুযায়ী, ওএমভিকে শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে গ্যাজপ্রম। তবে এই বিষয়টি অস্বীকার করেছে গ্যাজপ্রম।

ওএমভি জানিয়েছে, তারা রাশিয়ার গ্যাস বন্ধ করে দেওয়ার ঘোষণায় প্রস্তুতি অন্য দেশ থেকে গ্যাস আমদানি করার প্রস্তুতি নিচ্ছে। জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডস থেকে গ্যাস আমদানির মাধ্যমে গ্রাহকদের গ্যাস সরবরাহ করার ব্যাপারে আশাবাদী দেশটি।

ইউরোপের যেসব দেশ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল তাদের মধ্যে একটি হলো অস্ট্রিয়া। অস্ট্রিয়া ছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলো রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি পুরোপুরো কমিয়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রায় ৪০ শতাংশ গ্যাস চাহিদাই পূরণ করতো রাশিয়া। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই সরবরাহ বন্ধ হয়ে যায়।

রাশিয়া বর্তমানে শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

অস্ট্রিয়া গ্যাস সরবরাহ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর