ক্ষমতা গ্রহণের পর যে কাজ করবেন ট্রাম্প
১৫ নভেম্বর ২০২৪ ১৯:৩১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২২:০৬
মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ এর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য।
ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। যদিও কিভাবে কী করবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। কারণ ২০২১ সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি। এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা যে এভাবে জিতে যাব, তা কেউ জানতো না। এটি একটি বড় বিজয় ছিল।’
আরও পড়ুন-
কেমন হবে ট্রাম্প জামানার বিশ্ব অর্থনীতি
টিকটক নিষিদ্ধ ইস্যুতে ‘ইউ টার্ন’ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী ফক্স নিউজের পিটার ব্রায়ান
এরপর তিনি তার সমর্থকদের জানান, তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং ‘দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর, ব্যর্থ প্রশাসনকে সাফ করা’। তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রের নিময় অনুযায়ী নব নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন ২০২৫ সালের ২০ জানুয়ারি। সেদিন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব, দুই-ই গ্রহণ করবেন। তবে ইতোমধ্যে নির্বাচনি প্রচারে বিভিন্ন বক্তব্যে তিনি তার কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন।
সারাবাংলা/এইচআই