Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাউজানে দুর্বৃত্তের গুলিতে আহত ১২

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১২:৩৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৫:২৫

গুলিতে আহত ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশ পাড়ার আসদ আলী মাতব্বরপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মো. জসিম উদ্দিন (৫০), মো. মহিউদ্দিন (৩৮), জানে আলম (৪৪), মো. সাইফুদ্দিন (৩১), মো. লাভলু (২৮), নুরুদ্দিন (২৮),মো. মানিক (৩৬), মো. মাসুদ (৩৫), আলাউদ্দিন (৪০), মো. হুমায়ুন (৪৫) ও নুরুল আবসার (৫৫)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত কামাল উদ্দিন নানে এক ব্যবসায়ীকে আক্রমণ করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তাদের উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১১ জন গুলিবিদ্ধ হন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি মাহবুব বলেন, ‘হামলাকারীদের শনাক্ত করা গেছে। তারা পাশের এলাকায় থাকেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/আইসি/এমপি

গুলিবিদ্ধ দুর্বৃত্ত দুর্বৃত্তদের গুলি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর