Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলকে রুখে দিল ভেনিজুয়েলা

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪ ০৭:০৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১০:০৫

ভেনিজুয়েলাতে আটকে গেল ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের এবারের মৌসুমটা শুরু থেকেই ভালো কাটেনি ব্রাজিলের। তবে শেষ কয়েক ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কিছুটা স্বস্তিতে ছিল সেলেসাওরা। আজ ব্রাজিল আবার হোঁচট খেয়েছে ভেনিজুয়েলার কাছে। রাফিনহার গোলে এগিয়ে গিয়েও ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসের কারণে ভেনিজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।

ইনজুরিতে জর্জরিত ব্রাজিল স্কোয়াড নিয়ে ম্যাচের আগেই শঙ্কার কথা জানিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র। নেইমার, মিলিতাও, রদ্রিগোর অনুপস্থিতিতে একাদশ সাজাতেই হিমশিম খাবেন তিনি, বলেছিলেন এমনটাই। ব্রাজিল একাদশে অবশ্য ফিরেছিলেন ভিনিসিয়াস। ম্যাচের শুরু থেকে তার নেতৃত্বেই ব্রাজিল আক্রমণভাগ বেশ কয়েকবার হানা দিয়েছে প্রতিপক্ষের হাফে। তবে ভেনিজুয়েলার রক্ষণভাগ সেটা সামলেছে ভালোভাবেই।

বিজ্ঞাপন

হাফ টাইমের ঠিক আগে ব্রাজিলকে এগিয়ে দেন এই ম্যাচের আগে ১০ নম্বর জার্সি গায়ে তোলা রাফিনহা। ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা ৪৩ মিনিটে বল জালে জড়ান বাঁ পায়ের দুর্দান্ত এক শটে। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলকে চমকে দিয়ে ম্যাচে ফেরে ভেনিজুয়েলা। ৪৬ মিনিটের মাথায় সাভারিনোর বাড়ানো বলে গোল করে ভেনিজুয়েলাকে আনন্দে ভাসান তালাস্কো সেগোভিয়া। লিড ফিরে পেতে মরিয়া ব্রাজিল বারবারই আক্রমণ সাজিয়েছে। এর ফলটাও আসে ৬০ মিনিটের মাথায়.

বক্সের ভেতর ভিনিসিয়াসকে ফাউল করা হয়ে পেনাল্টি পায় ব্রাজিল। তবে সেই পেনাল্টি মিস করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনি। এতেই এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় ব্রাজিলের। ম্যাচে এরপর তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এই ড্রয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো ব্রাজিল।

সারাবাংলা/এফএম

বাছাইপর্ব বিশ্বকাপ ব্রাজিল ভেনিজুয়েলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর