Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে পুকুর থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ২২:৫৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

নিহত মাদরাসাছাত্র সাফওয়ান। ছবি: সারবাংলা।

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে পুকুর থেকে সাফওয়ান (৬) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই মাদ্রাসাছাত্র সোহানকে (১৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শিশু সাফওয়ান ওই গ্রামের জাম্মিম হোসেন সবুজ মালিথার ছেলে। সে শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র ছিলো।

আটক সোহান একই গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে।

নিহত শিশুর মা সুমাইয়া খাতুন জানান, দুপুরের পর থেকে সাফওয়ানকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে পুকুর থেকে সাফওয়ানের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সুমাইয়া খাতুন অভিযোগ করেন সোহান তার ছেলেকে হত্যা করেছে।

সাফওয়ানের বাবা জাম্মিম হোসেন সবুজ জানান, দীর্ঘদিন ধরে সোহান তার ছেলেকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। বিছানায় শুয়ে শুয়ে সাফওয়ান তাকে এসব কথা বলতো আর ভয়ে জড়োসড়ো হয়ে যেতো।

গ্রামের শরিফুল ইসলাম জানান, সোহানকে আটকের পর উপস্থিত শত শত মানুষের সামনে সে সাফওয়ানকে পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছে। নিহত মুখে একাধিক নখের আঁচড় রয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসির হাতে আটক সোহানকে পুলিশ উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু সাফওয়ান হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।

সারাবাংলা/এসআর

আটক ঝিনাইদহ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর