Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৭:৩৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৭:৩৭

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী নব গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের পাঁজ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ইমন দ্দোজা আহমদ ও নিহালসহ আহত পাঁচ জন সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একত্রিত হন। ঠিক সেই মুহুর্তে কমিটিতে স্থান না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাদে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থী তানভীর ও উসমান বলেন, মূল শিক্ষার্থীদের বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখ জনক।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনোও অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। তা না করে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সাভায় হামলা চালিয়েছে।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

দুই গ্রুপের সংঘর্ষ বৈষম্যবিরোধী সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর