Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা বড় রকমের সংকটে পড়তে যাচ্ছি: মাহমুদুর রহমান মান্না

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৬:৩২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৫২

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা দিন দিন বেশ বড় রকম সংকটে পড়তে যাচ্ছি। কত রকম আশা-আকাঙ্ক্ষা নিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ থেকে ডেকে এনে সংবর্ধনা দিয়ে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে পারলেন না।

সবাই বলে ড. মুহাম্মদ ইউনূস বড় পারফর্মার। কিন্তু ক্ষমতা নেওয়ার ১০০ দিনেও তিনি মানুষের মধ্যে তেমন আশা সঞ্চার করতে পারেননি বলেও মন্তব করেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবেন চেষ্টা করুন। সংস্কার বলেন, যাই বলেন; এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না। ধান্দাবাজ লোকদের আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদ দেবেন, সেটা করলে হবে না।

তিনি বলেন, ড. ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরছে। আগের সরকারকে কেউ বিশ্বাস করতো না। বিদেশ থেকে কেউ টাকা দিতো না। দিলেও সেটা ব্যাংকে দিতো না। চুরি করে দিতো, ফলে রিজার্ভে প্রভাব পড়তো না। আমাদের ব্যাংক আগের চাইতে ভালো হচ্ছে। তবে জিনিসের দাম কমে না। জনগণের কষ্ট, দুর্দশা থেকেই গেছে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ। সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, গণফোরামের সুব্রত চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/ইআ

মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর