Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১১:০৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১২:৩৬

টিএনজেড গ্রুপের পরিচালক মো. আব্দুল হালিম।

গাজীপুর: গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন না দিয়ে টাকা আত্মসাৎ ও তিনদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে দুর্ভোগ সৃষ্টির অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

টিএনজেড গ্রুপের পরিচালকের নাম মো. আব্দুল হালিম (৪৮)। তিনি চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) নাজির আহমেদ বলেন, টিএনজেড গ্রুপের কর্মকর্তা মামুনুর রশিদ গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে ১৪ ফিল্ড সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার তাকে চট্টগ্রাম সেনাবাহিনীর একটি টহল দল চট্টগ্রামের বাসা থেকে আটক করে। আটকের পর তাকে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ী সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়। সেখান থেকে বুধবার বেলা একটার দিকে আব্দুল হালিমকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

তিনি আরও জানান, আব্দুল হালিমের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। টিএনজেড গ্রুপের কর্মকর্তা মামুনুর রশিদ বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে ৫ কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অপর একটি মামলার বাদী পুলিশ। সেখানে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের উসকানি দিয়ে জানমাল ও সম্পদের ক্ষতি সাধন, জননিরাপত্তার হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাহেদুল ইসলাম জানান, দুটি মামলায় বুধবার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য সময় নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় ৬০ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে টিএনজেড গ্রুপের শ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রাখে তারা।

সারাবাংলা/এমপি

অবরোধ গ্রেফতার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর