মহিষের গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
১৩ নভেম্বর ২০২৪ ২৩:২৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০৪:০১
টাঙ্গাইল: জেলার ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-সখিপুর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৭টার দিকে জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারের উদ্দেশে ঘুরতে বের হন দুই বন্ধু। পথে সাগরদিঘী-সখিপুর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ এলাকায় তাদের মোটরসাইকেলটি বাঁশভর্তি একটি মহিষের গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটি বাঁশভর্তি মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে সড়কে পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি। নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সারাবাংলা/পিটিএম