সাবেক মেয়র আতিক ও আইনজীবী মেহেদী রিমান্ডে
১৩ নভেম্বর ২০২৪ ১৬:০৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:১৪
ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় পৃথক মামলায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের পাঁচ দিন ও আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতে আনা হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করা হয়। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে এসব আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলির মুখে মাথায় গুলিবিদ্ধ হন বকুল মিয়া। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিকা আক্তার বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।
বকুল মিয়া হত্যা মামলায় আতিকুলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মাহমুদুর রহমান।
এদিকে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহতের মামলায় মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।
সারাবাংলা/কেআইএফ/ইআ