Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কীর্তনখোলা নদীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ২১:০২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২১:০৩

আলো মজুমদার

বরিশাল: বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেওয়ার ১২ ঘণ্টা পর আলো মজুমদার (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পটুয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) পরিদর্শক অনুপ রায়ের স্ত্রী।

মঙ্গলবার (১২ নভেম্বর) কীর্তনখোলা নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের বরিশাল সদর থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম গালিব ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ‘নগরী সংলগ্ন চরমোনাই ইউনিয়নের পশুরকাঠী এলাকায় মঙ্গলবার সকালে অজ্ঞাত এক নারীর মরদেহ স্থানীয়রা নদীতে ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।’

আলো মজুমদারের ভাই মঞ্জু মজুমদার জানান, ‘তার বোন মানসিক ভারসাম্যহীন ছিল। বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে থাকতেন। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে মোবাইলে টাকা রিচার্জ করার কথা বলে বাসা থেকে বের হয়ে নিঁখোজ হয়। এ তথ্য জানিয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।’

সুন্দরবন-১৬ লঞ্চের কেরানী মো. বাবুল জানান, ‘তাদের লঞ্চটি সোমবার বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। রাত ১১টার দিকে অজ্ঞাত এক নারী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। তিনি ডেকের যাত্রী ছিলেন। লঞ্চ থামিয়ে দুই ঘণ্টা খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে বিষয়টি জানিয়ে লঞ্চ নিয়ে তারা ঢাকা চলে যান।’

সারাবাংলা/এইচআই

কীর্তনখোলা নদী বরিশাল মরদেহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর