Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক শ্রমিক সান্ত্বনা হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ঢাবি করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২০:০২

গার্মেন্টস শ্রমিক সান্ত্বনা হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ঢাকা: পোশাক শ্রমিক সান্ত্বনা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাবির টিএসসি থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘শ্রমিক হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম’, ‘শ্রমিক হত্যার বিরুদ্ধে লড়াই হবে একসাথে’সহ নানা স্লোগান দেয়।

মানববন্ধনে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশা বলেন, ‘আপনারা সবাই অবগত গতকাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে একজনের মরদেহ পাওয়া গেছে। তখন আমাদের মধ্যে অনেক উৎকণ্ঠা সৃষ্টি হয়। কিন্তু যখন জানা গেল লাশটি শিক্ষার্থীর নয়, তখন আমরা এটি ভুলে যাই। এভাবে সবসময় শ্রমিকরা নিপীড়িত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নারীদের নিরাপত্তা দিতে যে সরকার ব্যর্থ হয় আমরা সে সরকার চাই না। আমরা দেখছি না এ সরকারের আমলে একটা বিচারবহির্ভূত হত্যার বিচার হয়েছে। এরকম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চললে এদেশের চাষা-শ্রমিক মেহনতি মানুষ আপনাদের আর চাইবে না।’

মানববব্ধনে ডা. হারুন বলেন, ‘নারীর একটা নগ্ন দেহ, মাথা কাটা, হাত কাটা। এটা মিডিয়ার অনেক জায়গায় হেডলাইন হয়েছে। ঠিক এভাবে ১৯৯০ সালের ডাক্তার মিলনের মৃত্যুর পর দুই হলের মেয়েরা মাঠে নামে এসেছিল। তখন আর এরশাদ দাঁড়াতে পারেনি। ঠিক তেমনি এ সরকারকে সতর্ক করে দিতে চাই, নারীরা দাড়ালে কেউ দাঁড়াতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা যারা শ্রমিকদের অবজ্ঞা করছেন, মনে রাখবেন- বেশি সময় লাগবে না। ১৯৬৯ সালের গণ-আন্দোলনে এই শ্রমিকরাই মাঠে নেমেছিল। আপনারা এখনো শ্রমিকের শক্তিকে বুঝছেন না, নারীর শক্তিকে বুঝছেন না। আপনারা তাদের শক্তিকে অবজ্ঞা করলে তারাও আমাকে খেতে দেবে না।’

বিজ্ঞাপন

এছাড়াও, ঢাবি শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল বলেন, ‘আমাদের চাওয়া খুব নগন্য। আমরা সবার অধিকার চাই, নিরাপত্তা চাই। কিন্তু সেটা এখনো নিশ্চিত হচ্ছে না। বিগত ৫০ বছরে যেমন হয়ে এসেছে, ঠিক তেমনি বিগত দু’মাস অনুধাবন করলে দেখতে পাই, নারীরা মার খাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা শুধু এদেশের মানুষের নিরাপত্তা চাই। শ্রমিকদের বিরুদ্ধে যাবেন না। তাদের পক্ষে থাকেন। শেখ হাসিনা যেমন মরার আগ পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে মনে করেছিল; তাকে যেমন নামিয়েছে শ্রমিক। বেশি করলে আপনাদেরও নামাতে সময় নেবে না।’

উল্লেখ্য, গতকাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে সান্ত্বনা নামের এক গার্মেন্টসকর্মীর মরদেহ পাওয়া যায়। যেটাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আজ মানববন্ধন করেন।

সারাবাংলা/এআইএন/পিটিএম

টপ নিউজ পোশাক শ্রমিক মানববন্ধন হত্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর