Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে তীব্র যানজটে অতিরিক্ত ভাড়া আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ০৯:০৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

গাজীপুর: গাজীপুর মহানগরীর টি এন জেড গ্রুপের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৬০ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করে রাখার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে ইজিবাইক এবং মোটরসাইকেলে করে গন্তব্য স্থলে যাওয়ার জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

সোমবার (১১ নভেম্বর) রাতেও ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। সেনাবাহিনীর কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়ানোর চেষ্টা করছেন। তবে, বকেয়া বেতন না পেলে পালাক্রমে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখবেন বলে জানান।

বিজ্ঞাপন

গাজীপুর মহানগরীর টি এন জেড গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ থেকে সড়ানোর প্রচেষ্টায় সেনাবাহিনীর কর্মকর্তারা

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে আশেপাশের রোডগুলোতেও দেখা দিয়েছে তীব্র যানজট। ছোট সড়কে বড় গাড়ি প্রবেশ করার ফলে ওই রাস্তাগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

পোশাক শ্রমিক কাজী সাকিব জানায়, আমাদের বেতন দিলেই আমরা সড়ক ছেড়ে দিবো। অন্যথায়, যতকিছুই হোক আমরা সড়ক ছাড়বো না।

ময়মনসিংহ থেকে থাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় রনি হোসেন। তিনি জানান, ‘গত ১০ বছরেও গাজীপুরে এত দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধের রেকর্ড নেই। এতো টাকা ভাড়া দিয়েছি যা বলার বাইরে।’

জোবায়ের নামের এক ট্রাক চালক বলেন, ‘গত দুইদিন ধরে এই জ্যামে। আমার জীবনে এমন জ্যামে পড়িনি। গোসল নেই, খাওয়া নেই, কখন কি হয় খুবই আতঙ্কে আছি। গাড়ি ঘুরিয়ে (সড়কে ডিভাইডিং) ফেলারও উপায় নেই।’

ইজিবাইক চালক সজিব বলেন, ‘মহাসড়কে বাস নেই। ভিতরের সড়কে জ্যামের মধ্যে দিয়ে আমাদের যাওয়া লাগে। তাই কিছু টাকা বেশি নিচ্ছি। কারোর ওপর জুলুম করছি না।’

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, ‘শ্রমিকদের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আশা করি সমস্যার সমাধান হবে। রিক্সাভাড়া তো নির্ধারিত নয়। তবে কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নিবো।’

সারাবাংলা/এনজে

অতিরিক্ত ভাড়া গাজীপুর তীব্র যানজট বকেয়া বেতন শ্রমিক সড়ক অবরোধ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর