‘কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে’
১১ নভেম্বর ২০২৪ ১৪:০০ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৬:২৯
ঢাকা: বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ‘কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।’
সোমবার (১২ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, ‘আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাঁধা এসেছে এরকম হয়নি।’
উপদেষ্টা জানান, কমিশন যেগুলো হয়েছে, আগামীকালের মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এরপরেই সংস্কারের কাজগুলো শুরু হবে।
নির্বাচন, জুলাই আগস্টে এর গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘কিছু কৌশলগত কারণে,কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মাহফুজ আলমের পদমর্যাদা বাড়াতেই তাকে উপদেষ্টা করা হয়েছে। তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।’
সারাবাংলা/জেআর/এসডব্লিউ