Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকৃতিতে শীতের আমেজ, কমছে রাতের তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৩:৩৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৩:৪৩

ধানের ডগায় শিশিরের হাসি। ছবি: হাবিবুর রহমান

ঢাকা: ইট পাথরের রাজধানী ঢাকাতে শীতের দেখা না মিললেও গ্রামের প্রকৃতিতে পাওয়া যাচ্ছে শীতের অনুভূতি। নদ-নদীর অববাহিকা ছাড়াও সকালের গ্রাম অনেকটাই কুয়াশাচ্ছন্ন থাকে। কমতে শুরু করেছে তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর বলছে, নভেম্বরের মাঝামাঝি থেকে ভালভাবেই শীত অনুভব হতে পারে। আর এ জন্য ধীরে ধীরে রাতের তাপমাত্রাও কমতে থাকবে। যদিও এ সময় দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১১ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবারের (১২ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৩ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিনই সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থা বলছে, রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরপর পরবর্তী দুই দিনে এটি তামিলনাড়ু/শ্রীলংকা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ।

সারাবাংলা/জেআর/ইআ

আবহাওয়া অধিদফতর তাপমাত্রা শীতের আমেজ

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর