Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারাগুয়ের মাঠে নিষিদ্ধ মেসিদের জার্সি!

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ১১:১৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৩:৩৫

মেসিদের জার্সি নিষিদ্ধ!

বিশ্বের যে প্রান্তেই দলের খেলা হোক, গ্যালারিতে আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। দলের জার্সি গায়ে মেসিদের খেলা উপভোগ করতে আসেন হাজারো সমর্থক। তবে এবার বিশ্বকাপ বাছাইপর্বের প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দেখা যাবে ভিন্ন এক চিত্র। বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে নিজেদের স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে মেসিদের জার্সি নিষিদ্ধ করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন!

এই সপ্তাহে বাছাইপর্বের ম্যাচ খেলতে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে যাবে আর্জেন্টিনা। ডিফেন্সোরেস চাচো স্টেডিয়ামে খেলা দেখতে আসবেন হাজারের বেশি আর্জেন্টিনা সমর্থক। তবে আর্জেন্টিনা সমর্থকরা মাঠে এলেও সাধারণ গ্যালারিতে পরতে পারবেন না নিজ দলের জার্সি! শুধু তাই নয়, স্থানীয় কেউ মেসি কিংবা আর্জেন্টিনার কারো জার্সি গায়ে সাধারণ গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না। আর্জেন্টিনা সমর্থকদের নিজের দলের জার্সি পরতে হলে তাদের বসতে হবে সফরকারী দলের জন্য বরাদ্দ বিশেষ গ্যালারিতেই।

বিজ্ঞাপন

প্যারাগুয়েন ফুটবল ফেডারেশনের ম্যানেজার ফার্নান্দো ভিয়াবোয়া বলছেন, কোনোভাবেই প্রতিপক্ষের জার্সি গায়ে সাধারণ গ্যালারিতে বসতে পারবেন না কেউ, ‘আমরা এরই মাঝে স্টেডিয়ামের সবাইকে জানিয়ে দিয়েছি যে, প্যারাগুয়ের জার্সি ছাড়া অন্য কোনো দেশের জার্সি গায়ে সাধারণ গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না। ব্রাজিলের বিপক্ষে ১০ সেপ্টেম্বরের ম্যাচেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

প্যারাগুয়ের এমন সিদ্ধান্তের পর অনেকেই বলছেন, স্থানীয়দের মেসির জার্সি পরা ঠেকাতেই এমন সিদ্ধান্ত। তবে ভিয়াবোয়া বলছেন, নির্দিষ্ট কারো জন্য এমনটা করেননি তারা, ‘আমরা বিশেষ কোনো ফুটবলারের কারণে এমন সিদ্ধান্ত নেইনি। সবার জন্যই আমাদের সম্মান আছে। এটা শুধু হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই করা হয়েছে।’

বিজ্ঞাপন

প্যারাগুয়ের মাঠে ধারণক্ষমতা ৩৫ হাজার। এর মাঝে ৩৩ হাজার ৩০০ টিকেট বরাদ্ধ স্থানীয় দর্শকের জন্য। ১৭০০ টিকেট বরাদ্দ রাখা হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের জন্য। আগামী ১৪ নভেম্বর বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্ব মেসি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর