Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনাকে দেশের ওষুধ খাতে বিনিয়োগের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২০:৫০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২০:৫৩

ঢাকা: আর্জেন্টিনাকে দেশের ওষুধ খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি আশরাফ আহমেদ।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর ডিসিসিআই গুলশান সেন্টারে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও ডিসিসিআই সভাপতির এক বৈঠকে ডিসিসিআই সভাপতি এ আহ্বান জানান।

বৈঠকে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, বাংলাদেশে আর্জেন্টিনার স্থায়ী মিশনের কার্যক্রম চালুর মাধ্যমে দুদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬৭৮.৭৮ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৬৩.৩৪ ও ১৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আশানূরূপ নয়।

ডিসিসিআই সভাপতি আর্জেন্টিনার ব্যবসায়ীদের বাংলাদেশে ওষুধ ও ‘এ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই)’ শিল্পে যৌথ বিনিয়োগের মাধ্যমে এখাতে সরকার প্রদত্ত প্রণোদনা সুবিধা গ্রহণের প্রস্তাব দেন। বাংলাদেশে থেকে আরও বেশি হারে তৈরি পোশাক পণ্যের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ ও প্লাস্টিক পণ্য আমদানির জন্য আর্জেন্টিনার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

তিনি বলেন, বাংলাদেশ হতে তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আর্জেন্টিনায় রফতানির ক্ষেত্রে বিদ্যমান উচ্চহারে ট্যারিফ হ্রাসকরণে আর্জেন্টিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনার আহ্বান জানান।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, দ্বিপাক্ষিক ব্যবসা ও বিনিয়োগের প্রচুর সম্ভবানা থাকা সত্ত্বেও প্রধানত দুদেশের ব্যবসায়ীদের যোগাযোগের অভাবের কারণে তা কাঙ্খিত মাত্রায় পৌঁছায়নি। তিনি বলেন, দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগরে ‘হাব’ হিসেবে আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দক্ষিণ আমেরিকার ৪টি দেশ (আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে) নিয়ে ‘মারকোসার’ অর্থনৈতিক জোট গঠন করা হয়েছে, যারা নিজেদের মধ্যকার পণ্য আমদানি-রফতানিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে, এ সুবিধা গ্রহণ করতে তিনি বাংলাদেশের উদ্যোক্তাদের আর্জেন্টিনায় বিনিয়োগে এগিয়ে আসতে বলেন।

বিজ্ঞাপন

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলী ও বাংলাদেশস্থ আর্জেন্টিনার দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ম্যাক্সিমিলিয়ানো রোমানেলো এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর

আর্জেন্টিনা ওষুধ খাত বিনিয়োগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর