Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৬:৩২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:০৬

গুলিস্তান জিরো পয়েন্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি। ছবি: সারাবাংলা

ঢাকা: গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক যুবককে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যুবককে পুলিশে দেওয়ার পরও উত্তেজিত হতে থাকে ছাত্র-জনতা। পুলিশ ওই যুবককে রক্ষা করতে সচিবালয় গেইট পর্যন্ত নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, জিরো পয়েন্টের সামনে ওই যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। সেসময় উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে। বেধরক মারধর শেষে পুলিশের হাতে দেওয়া হয়। এর পরও অনেকে তাকে মারতে উদ্যত হয়। পরে পুলিশ সচিবালয়ের দিকে নিয়ে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে।

ঘটনার শুরু থেকে প্রত্যক্ষদর্শী দাবি করা নারায়ণগঞ্জের ইসমাইল শিকদার শাওন সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ অফিসের সামনে ওই যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। সেখানে উত্তেজিত জনতা তাকে ব্যাপক মারধর করে। তার সঙ্গে কথা বলে বুঝতে পারি, সে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ নন। সাধারণ জনতা মনে হয়েছে। হয়তো তাকে কেউ উদ্বুদ্ধ করেছে। তাই তাকে রক্ষা করে জিরো পয়েন্টের দিকে নিয়ে আসি। সেখানেও উত্তেজিত জনতা মারতে থাকে। পুলিশের হাতে তুলে দিলেও তাকে রক্ষা করতে পারছিলাম না। সচিবালয়ের দিকে নিয়ে গিয়ে কিছুটা রক্ষা করি।’

নারায়ণগঞ্জের আন নুর পিস হেভেন মাদরাসার প্রিন্সিপাল পরিচয় দিয়ে ইসমাইল শিকদার শাওন বলেন, ‘স্লোগান দেওয়া ওই যুবক নিজেকে সাধারণ মানুষ দাবি করেছে। তিনি নাকি বাবুর্চির কাজ করেন। চেষ্টা করেছি, উনার মাথায় যাতে কেউ আঘাত করতে না পারে। এতে আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি। তাকে কে পাঠিয়েছে, কোন উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তা শনাক্ত করতেই পুলিশে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগ ঘোষিত বিক্ষোভ ও সমাবেশ প্রতিহত করতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। এছাড়া, স্বৈরাচারী দলটির কোনো নেতাকর্মীকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

জয় বাংলা টপ নিউজ পিটুনি স্লোগান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর