Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় প্রাণ হারাচ্ছেন একের পর এক সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৪ ১৫:০৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৭:৫১

গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৮৮ জন সাংবাদিক

গাজায় ইসরাইলি হামলায় সম্প্রতি ২ জন সাংবাদিকসহ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৮৮ জন সাংবাদিক।

শনিবার (৯ নভেম্বর) গাজায় ইসরাইলি হামলায় আল-জাহরা আবু সুখাইল এবং আহমেদ আবু সুখিল নামে দুইজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হন।

নিহত এই দুই সাংবাদিক গাজা শহরের একটি স্কুলের আশ্রয় কেন্দ্রে ছিলেন।

এর আগেও স্থানীয় সংবাদ সংস্থা আজেল প্যালেস্টাইনে কর্মরত দুইজন সাংবাদিককে হত্যা করে ইসরাইলি বাহিনী। নিহত ওই দুইজন সাংবাদিক হলেন মোস্তফা বাহার এবং ফটোগ্রাফার আব্দুল রহমান বাহার।

গত ৩১ মার্চ গাজা শহরের দক্ষিণে কুয়েত রাউন্ডঅবাউটের কাছে সাংবাদিক মোস্তফাকে এবং ৬ অক্টোবর গাজার উত্তর-পশ্চিমে আল-কারামা পাড়ায় ফটোগ্রাফার আব্দুল রহমানকে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের জন্য নিন্দা জানিয়েছে এবং ইসরাইলকে সম্পূর্ণভাবে দায়ী করেছে ফিলিস্তিনি গণমাধ্যম। সাংবাদিকদের হত্যা বন্ধ করতে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য দেশটির মিডিয়া অফিসগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গাজায় বিধ্বংসী ইসরাইলি বিমান হামলা, দুর্ভিক্ষ, জনসংখ্যার বাস্তুচ্যুতি এবং ভবন ধ্বংসসহ সংঘাত কভার করতে গিয়ে প্রতিনিয়ত উচ্চ ঝুঁকির সম্মুখীন হচ্ছেন গাজার সাংবাদিকরা।

মার্কিন ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের মতে,গাজায় ইসরাইলি যুদ্ধে গত তিন দশকে ঘটা অন্য যেকোনো সংঘাতের চেয়ে গত এক বছরে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন।

উল্লেখ্য, গাজায় ইসরাইলি হামলায় গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৫৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,০২,৭৬৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া, লেবাননে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩,১৩৬ জন নিহত এবং ১৩,৯৭৯ জন আহত হয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরাইলি হামলা গাঁজা মৃত্যু সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর