‘তারেক রহমান ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে’
৯ নভেম্বর ২০২৪ ২১:১৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ২৩:২১
টাঙ্গাইল: বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশ ও গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে। ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল থানা সংলগ্ন মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল। কিন্তু তারা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, গণতন্ত্র হরণ করা হয়েছিল। ত্রিশ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার হয়েছে।
কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে গণসমাবেশে টেলি কনফারেন্সে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদ সোহরাব, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
সারাবাংলা/এসআর
গণসমাবেশ টাঙ্গাইল তারেক রহমান বিএনপি বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু