Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ২১:২৯

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ।

গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসনের কলম্বিয়া এলাকায় টি এন জেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।

এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক আন্দোলনে সড়ক অবরোধ দুপুর গড়ালেও শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল স্থবির হয়ে থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

জানা যায়, গাজীপুরের টি এন জেড অ্যাপারেলসের পোশাক শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়।

শ্রমিকরা জানায়, তাদের তিন মাসের বকেয়া বেতন যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। তারা গাড়ীর সামনে বসে অনশন করবে। কয়েক দফায় সময় দিয়েও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

এ বিষয়ে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বিজিএমই আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শীঘ্রই সমাধানের আশ্বাস দেন তিনি।

সারাবাংলা/এমপি

আন্দোলন পোশাক কারখানা শ্রমিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর