Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এবারের সুযোগ হাতছাড়া হলে জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৮:৫৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ১৯:৫৩

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা জরুরিভাবে মনে রাখতে হবে, এবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ যেন হাতছাড়া না করি। এবারের সুযোগ হারিয়ে গেলে জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪’শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে ‘ন্যাশনাল ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন।

মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন রকম নেগেটিভ কথা-বার্তার কারণে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু মিডিয়া এটাকে প্রোমোট করছে। যেটা কখনও-ই জনগণের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমি অনুরোধ করব, যারা এ ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা দয়া করে এটা বন্ধ করুন।’

তিনি বলেন, ‘এই তিন মাসের মধ্যে তারা (অন্তর্র্বতী সরকার) অনেক কাজ করেছে। সংস্কার করার জন্য কমিশন গঠন করেছে, আইন পরিবর্তন করেছে, আইনগুলো নিয়ে কাজ করছে। ফ্যাসিবাদের বেশ কিছু দোসর আটক করেছে। বিচারের জন্য ব্যবস্থা নিচ্ছে।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করে গেছে সেই জঞ্জালগুলো সরিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্র্বতী সরকার। নির্বাচনের মধ্য দিয়ে আমরা তরুণদের জন্য নতুন বাংলাদেশ তৈরি করতে পারব। আমি মৌলিকভাবে গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার কখনও-ই সফল হতে পারে না। জনগণের অ্যাকটিভ পার্টিসিপেশন সম্ভব একটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। ওটা যদি কার্যকর করা যায়, তাহলে সব বিষয় গণতান্ত্রিক চর্চার মধ্যে নিয়ে আসা সম্ভব। সমস্যাটা ওই জায়গায়, বাংলাদেশে গণতন্ত্র চর্চা না হওয়ার কারণে এখানে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠেনি। প্রত্যেকের মধ্যে কেমন যেন একটা স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা বাসা বেঁধেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর