Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলার পরাজয়ে বাইডেনকে দায়ী করেছেন ন্যান্সি

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১২:৩৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ের কারণ হিসেবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন দেশটির প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

শনিবার (৯ নভেম্বর) বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই রাজনীতিবিদ নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ন্যান্সি বলেন, জো বাইডেন যদি দ্রুত নির্বাচনি প্রচার থেকে বেরিয়ে যেতেন, তাহলে নির্বাচনে ডেমোক্র্যাটরা আরও ভালো ফল করতে পারতেন। মঙ্গলবারের (৫ নভেম্বর) নির্বাচনে হেরে হোয়াইট হাউস এবং কংগ্রেসের উভয় কক্ষের দখল হারানোর পরে ন্যান্সির এ মন্তব্য বাইডেনকে বেকায়দায় ফেলেছে।

নিউইয়র্ক টাইমসকে ন্যান্সি বলেন, বাইডেন নির্বাচনি ময়দান থেকে সরে যাওয়ার পর বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু বাইডেন তড়িঘড়ি করে দ্রুত কমলা হ্যারিসকে মনোনীত করেন।

ন্যান্সি মনে করেন, কমলা যদি শুরু থেকে বাইডেনকে বাদ দিয়ে অন্য ডেমোক্র্যাটদের সমর্থনে প্রচার শুরু করতে পারতেন তবে তিনি নির্বাচনে ভালো ফল করতে পারতেন।

জুলাইয়ের শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুর্বল বিতর্কের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন জো বাইডেন। এরপর তাড়াহুড়ো করে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমর্থন করেছিলেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

জো বাইডেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর