Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার নতুন কল রেকর্ড’ সামাজিক যোগাযোগ মাধ্যমে

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১০:২৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ১২:৩৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ক’দিন পর পরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অডিও কল রেকর্ড’। এসব কল রেকর্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও। তবে এইসব কল রেকর্ড তার কি না- সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৮ নভেম্বর) আবারও ‘শেখ হাসিনার কণ্ঠে’ নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দিতে শোনা যায়।

বিজ্ঞাপন

অডিওতে নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বলা হয়েছে। অডিওতে বলা হয়, ‘মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে। এতে যদি কেউ বাধা দেয়, কোনো হামলা করে। তাহলে তো সেটা ট্রাম্পের ছবিতে হামলা হবে। সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে। তখন সেই হামলার ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাব। ট্রাম্পের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে।’

শেখ হাসিনা বলেন, ‘বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে দেখো ইউনূস সরকার কী করছে। সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস। ২৫০ জন এসআইয়ের (ক্যাডেট সাব-ইন্সপেক্টর) চাকরি দিল না, তাদের বের করে দিল।’

তিনি আরও বলেন, ‘মিছিলে ভালো লোক জমায়েত করতে হবে, সে ব্যবস্থা করবা। মিছিলে নূর হোসেনের ছবি থাকবে। ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা প্লাকার্ড রাখবা। আমাদের অনেক ঘরবাড়ি, দোকান-পাট পোড়ানো হয়েছে। এর তথ্য বের করতে হবে। আমরা সব হিসাব কড়ায়-গণ্ডায় আদায় করে নেব।’

অডিওতে বিপরীতে যে পুরুষের কণ্ঠে ‘জি আপা, জি আপা’ শোনা গেছে, তার নাম জানা সম্ভব হয়নি। এমনকি এই অডিও কল রেকর্ডটি শেখ হাসিনার, না কি ডিপ ফেইক অডিও- তাও জানা সম্ভব হয়নি। কল রেকর্ডের বিষয়ে কাজ করছেন দেশের গোয়েন্দা সংস্থা এবং ফ্যাক্ট চেকাররা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসডব্লিউআর

কল রেকর্ড ফাস শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর