Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে স্বৈরাচারের দোসরদের জায়গা হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৮:৩২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:২২

নুরুল হক নূর

রংপুর: স্বৈরাচারের দোসরদের বাংলাদেশে কোনো জায়গা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে গণ অধিকার পরিষদের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

নুরুল হক নূর বলেন, ‘স্বৈরাচারদের দমনে জনগণকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে স্বৈরাচারী দোসরদের আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যদি না আনতে পারেন এক্ষেত্রে জনগণ কিন্তু আইন হাতে তুলে নিবেন। তবে আমি অনুরোধ করব কেউ আইন হাতে তুলে নিবেন না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর ভরসা রাখতে চাই।’

তিনি বলেন, ‘যেসব পরিবর্তনের জন্য স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে সেই পরিবর্তনের জন্য বর্তমান সরকারকে স্থিতিশীল করতে চাই আমরা। পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে চাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। চিকিৎসা, শিক্ষা ক্ষেত্রেও পরিবর্তন আনতে চাই।’

আবু সাঈদের বীরত্বগাথা ইতিহাস ভুলতে দেওয়া যাবে না উল্লেখ করে জনসভায় নুরুল হক বলেন, ‘আবু সাঈদ আমাদের পথ দেখিয়েছেন। আমরা চাই আবু সাঈদ যেভাবে পরিবর্তন দেখতে চেয়েছিলেন ঠিক সেভাবে যেন পরিবর্তনটা আসে।’

সংখ্যাানুপাতিক নির্বাচনের প্রতি জোর দিয়ে নূর বলেন, ‘একটি সরকারকে স্বৈরাচারী মনোভাব পোষণ করা থেকে দূরত্ব রাখতে পারে একমাত্র সংখ্যানুপাতিক নির্বাচন। কারণ এখানে যদি কোনো দল অল্প ভোটও পায়, বিজয়ী হতে না পারলেও সংসদে তাদের প্রতিনিধি থাকবে। এমনটা হলে কোনো সরকার চাইলেও স্বৈরাচারী মনোভাব দেখাতে পারবে না।’ মানুষ যেন কোনো স্বৈরাচার সরকারকে ভোট দিয়ে আবারো যেন সরকার গঠনে সহায়তা না করে এজন্য অনুরোধ জানান নুরুল হক নূর।’

বিজ্ঞাপন

এ সময় গণ অধিকার পরিষদের নেতাদের উদ্দেশ্যে নুরুল হক বলেন, ‘বর্তমানে সারা দেশব্যাপী গন অধিকার পরিষদের নেতারা জনগণের কাছে পৌঁছেছে। আপনারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ান। যেন আগামী সংসদ নির্বাচন, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে যেন আপনাদের নির্বাচিত করতে পারে ভোটাররা।

এর আগে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন নুরুল হক নূর। আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুরে তার কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর নেন নূর। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ গণ অধিকার পরিষদের রংপুর বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

গণ অধিকার পরিষদ বিভাগীয় মহাসমাবেশ ভিপি নুরুল হক নূর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর