Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রউফের তোপে অজিদের উড়িয়ে সমতায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ১৫:৩০ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৫:৩১

পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হারিস রউফ

ম্যাচ জেতানোর কাজ অর্ধেকটা প্রথম ইনিংসেই সেরে রেখেছিলেন পেসার হারিস রউফ। দুর্দান্ত বোলিংয়ে একাই থমকে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। এমসিজিতে প্রথম ওয়ানডেতেও দারুণ এক স্পেলে জমিয়ে তুলেছিলেন ম্যাচ। সেই ম্যাচে দলকে জেতাতে পারেননি। তবে তার বিধ্বংসী বোলিংয়ের পর অ্যাডিলেডে ছোট  লক্ষ্য তাড়ায় নেমে সাইম-আইয়ুব আব্দুল্লাহ শফিকের ১৩৭ রানে জুটিতে দ্বিতীয় ওয়ানডেতে সহজ জয় পেল পাকিস্তান, সিরিজে ফিরল ১-১ সমতায়। 

বিজ্ঞাপন

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকে ওপেনার সাইম আইয়ুব আর আব্দুল্লাহ শফিক খেলেছেন দেখেশুনে। অজি পেসারদের সামলাতেও বেগ পেতে হয়েছে। তবে উইকেটে সেট হয়ে যাওয়ার পর রান তুলেছেন ঠিকই। পেয়েছেন প্রথম ওয়ানডে ফিফটির দেখা। ফিফটির আগেই অবশ্য একবার ক্যাচ দিয়ে জীবন পেয়েছেন বাঁহাতি এই ওপেয়ার। ইনিংসের ১৫-তম ওভারে তার ক্যাচ ছেড়েছেন অ্যাডাম জ্যাম্পা। সেই সুযোগ কাজে লাগিয়েই ৭১ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন সাইম। আরেক ওপেনার আবদুল্লাহ শফিকও ফিফটি পেয়েছেন। ৬৪* রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বাবর আজমকে নিয়ে ম্যাচ জিতিয়ে। 

বিজ্ঞাপন

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসারদের তোপের মুখ পড়ে অস্ট্রেলিয়া। শাহীন শাহ আফ্রিদি-মোহাম্মদ হাসনাইনের এনে দেয়া ব্রেক থ্রুতে ভর করে অজিদের ওপর চেপে বসেন হারিস রউফ। একাই তোপ দাগিয়েছেন অজিদের মিডল অর্ডারে। একে একে লাবুশেন,হার্ডি, ম্যাক্সওয়েলদের ফিরিয়ে থমকে দিয়েছেন রানের চাকা। আগের ওয়ানডেতে অজিদের জয়ের নায়ক প্যাট কামিন্সের উইকেটটাও নিয়েছেন হারিসই। সব মিলিয়ে তার বোলিং ফিগার ৮-০-২৯-৫ 

ডানহাতি এই পেসারের নেয়া পাঁচ উইকেটের চারটিই এসেছে উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের সাথে যুগলবন্দীতে। অর্থাৎ হারিসের বলে চারটি ক্যাচ ধরেছেন পাকিস্তান অধিনায়ক। এই ম্যাচে অবশ্য ছয় ক্যাচেরও একটা রেকর্ড গড়েছেন রিজওয়ান। ১২-তম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে ছয়টি ক্যাচ ধরেছেন তিনি।

সারাবাংলা/জেটি

পাকিস্তান ক্রিকেট পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ হারিস রউফ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর