Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশির জয়

আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ১৩:৩৩ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৬:২৮

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৫ বাংলাদেশির জয়

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন জনপ্রতিনিধি রেকর্ড গড়ে নির্বাচিত হয়েছেন।

জর্জিয়ায় চতুর্থবারের মতো সিনেটর হয়েছেন শেখ রহমান। সেখানে প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর হয়েছেন নাবিলা ইসলাম। নিউজার্সিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নুরুন নবী। কানেকটিকাতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মাসুদুর রহমান। অপর দিকে নিউ হ্যাম্পশায়ারে ষষ্ঠবারের মতো প্রতিনিধি নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের আবুল বি খান।

বিজ্ঞাপন

চতুর্থবারের মতো আমেরিকার সিনেটর নির্বাচিত শেখ রহমান 

ছবি: শেখ রহমান

বাংলাদেশি বংশোদ্ভূত শেখ এম. রহমান চতুর্থবারের মতো জর্জিয়ার ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে আমেরিকার সিনেটর নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেট দল থেকে প্রার্থী হয়ে তিনি বিপুল ভোটে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন।

শেখ রহমান কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান। ১৯৮১ সালে তিনি আমেরিকায় যান এবং জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন। তার বিজয়ে প্রবাসী বাংলাদেশি এবং কিশোরগঞ্জের মানুষ আনন্দিত।
তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লিসা ব্যাবেজকে ৭০ শতাংশেরও বেশি ভোটে পরাজিত করেছেন। এর আগে এই একই এলাকা থেকে তিনি তিনবার সিনেটর হিসেবে নির্বাচিত হন।

প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর নাবিলা ইসলাম পার্কেস

ছবি: নাবিলা ইসলাম পার্কেস

জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন নাবিলা ইসলাম পার্কেস। তিনি ৪৬ হাজার ২৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২৭ বছর বয়সী নাবিলা পার্কেস দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

পঞ্চমবারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত নূরুন নবী

ছবি: নূরুন নবী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী। একুশে পদকপ্রাপ্ত লেখক নূরুন নবী নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো টাউনশিপ থেকে পঞ্চমবারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

দ্বিতীয়বারের মতো স্টেট সিনেটর নির্বাচিত মাসুদুর রহমান

ছবি: মাসুদুর রহমান

কানেকটিকা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৪–এ দ্বিতীয়বারের মতো স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান। তিনি দুই বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন। ৩৩ হাজারের বেশি ভোট পেয়ে গত ৫০ বছরে সর্বোচ্চ রেকর্ড গড়েছেন তিনি। পরাজিত রিপাবলিকান স্টিভেন কিং পেয়েছেন ১৮ হাজার ভোট। এ অঙ্গরাজ্যের ৩৬ জন সিনেটরের মধ্যে তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় মাসুদুর রহমানের বাড়ি।

ছয়বারের মতো আইনসভার সদস্য নির্বাচিত আবুল বি খান

ছবি: আবুল বি খান

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল বি খান। এ নিয়ে ছয়বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন তিনি।

রকিংহাম ডিস্ট্রিক্ট-৩০-এ রিপাবলিকান পার্টির হয়ে প্রতিবারের মতো বরাবরই সর্বোচ্চ ভোট পেয়ে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন আবুল খান। তিনি পেয়েছেন ২ হাজার ৯৩৯ ভোট। দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

সারাবাংলা/এনজে

জয়ী বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নির্বাচন

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর