Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিচ্ছেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ১১:৪৮ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৩:১৮

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলমান। তবে তার আগেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার নুন্যতম ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট অতিক্রম করেছেন ট্রাম্প।

সবশেষ তথ্যমতে ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেকটোরাল, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল কলেজ ভোট। ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর থেকেই তার শপথ গ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিজয় নিশ্চিত হওয়ার পর বুধবার (৭ নভেম্বর) ফ্লোরিডায় এক ওয়াচ পার্টিতে হাজির হয়ে ট্রাম্প ‘এক অসাধারণ বিজয়’ পেয়েছেন ঘোষণা করে বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।

ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। তার বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে উল্লাস করতে থাকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনু্যায়ী নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সেইসাথে পরের বছরের জানুয়ারি মাসের ২০ তারিখে শপথ নেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তাই নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ও নিজের শেষ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনী প্রক্রিয়া, আইনি ব্যবস্থা, এবং প্রশাসনিক প্রস্তুতির জন্য প্রেসিডেন্ট নির্বাচন ও শপথ গ্রহণের মাঝে কিছুটা সময়ের ব্যবধান রাখা হয়, যা নতুন সরকারের ক্ষমতা গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৮৪৫ সাল থেকে এই রীতি অনুসরণ করা হচ্ছে। সে সময় থেকেই নভেম্বরের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন এবং জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে।

সারাবাংলা/এইচআই

৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর