Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের ঘাঁটিতে জয়ী ট্রাম্প-কমলা, ফল ঠিক করবে সুইং স্টেট

আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ১১:৩৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৩

ডেমোক্র্যাট কমলা হ্যারিস বনাম রিপাবলিকান ট্রাম্পের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। এখনো পর্যন্ত প্রকাশিত ফলাফল বা এগিয়ে পিছিয়ে থাকার নিরিখে কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩০টি। হ্যারিস ৪৭ দশমিক পাঁচ ও ট্রাম্প ৫১ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন। যে প্রার্থী ২৭০টি বা তার বেশি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন তিনিই জিতবেন।

এখনো পর্যন্ত ঘোষিত ফলাফলে চমক নেই। যে রাজ্যগুলি ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের ঘাঁটি বলে পরিচিত, সেগুলি তারা ধরে রাখতে পারছে। ফলে সুইং স্টেট, যেগুলি যে কোনো পক্ষেই যেতে পারে, সেগুলিই তীব্র প্রতিদ্বন্দ্বিতাময় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঠিক করে দেবে।

বিজ্ঞাপন

ট্রাম্প কোথায় জিতলেন?

ট্রাম্প ওহাইও এবং টেক্সাসে জিতেছেন। ওহাইওতে ১৭টি ইলেকটোরাল কলেজ ভোট আছে। টেক্সাসে আছে ৪০টি। দুই রাজ্যেই গতবার ট্রাম্প জিতেছিলেন। তবে বারাক ওবামা ২০০৮ ও ২০১২-তে ওহিওতে জিততে পেরেছিলেন।

ডেমোক্র্যাটদের আশা ছিল, তারা টেক্সাস ছিনিয়ে নিতে পারবে। কারণ, এখানে শহর ও আধা শহরের সংখ্যা বেশি। কিন্তু টেক্সাস রিপাবলিকান ট্রাম্পের সঙ্গেই থেকেছে।

ট্রাম্প নর্থ ও সাউথ ডাকোটা, লুইসিয়ানা, ওয়াইওমিংয়ে জিতেছেন। তিনি কানসাস ও আইওয়াতেও জিতেছেন।

হ্যারিস যেখানে জিতলেন

কমলা হ্যারিস নিউ ইয়র্কে জিতেছেন। এই রাজ্য সাধারণত ডেমোক্র্যাটদের পক্ষে থাকে। তিনি ইলিনয়ে জিতেছেন। এখানে প্রচুর গ্রামীণ এলাকা থাকলেও শিকাগোর মতো শহর আছে। ডেমোক্র্যাটরা তাই এই রাজ্য থেকে সচরাচর জিতে থাকেন। এখানে ১৭টি ইলেকটোরাল কলেজ ভোট আছে।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নিজের রাজ্য ডেলাওয়ারে হ্যারিস জিতেছেন। ডেমোক্র্যাটদের পক্ষে থাকা আরেক রাজ্য নিউ জার্সিতেও হ্যারিস জিতেছেন।

বিজ্ঞাপন

হ্যারিস ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে জিতেছেন। তিনি ম্যাসাচুসেটস, রোডস আইল্যান্ড, কানেকটিকাটে জিতেছেন। তিনি ওরেগন জিততে চলেছেন।

সুইং স্টেটে কী হবে?

সুইং স্টেট হলো সেই রাজ্য যারা যে কোনো দিকেই চলে যেতে পারে। সমীক্ষকদের মতে, এই রাজ্যগুলিতে ভয়ংকর প্রতিদ্বন্দ্বিতা হবে। এবারো যে কোনো দিকেই তা যেতে পারে।

সুইং স্টেট হিসাবে পরিচিত নর্থ ক্যারোলিনাতে ট্রাম্প জিতেছেন। সেখানে ১৬টি ইলেকটোরাল ভোট আছে।

ভার্জিনিয়াতে হ্যারিস জিতেছেন। গতবার এখানে বাইডেনই জিতেছিলেন।

উইসকনসিন, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগানের মতো সুইং স্টেটে গণনা চলছে।

কত সময় লাগবে?

যুক্তরাষ্ট্রে ভোটগণনার ক্ষেত্রে অনেকটা সময় লাগে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। ব্যবধান খুব কম হলে আবার গণনা হয়। ফলে তার জন্য সময় লাগে। তাই এই ভোটগণনায় সময় লাগবে।  (ডয়েচে ভেলে)

সারাবাংলা/এইচআই

মার্কিন নির্বাচন

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর