Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ভোটের জন্য ‘হুমকি’ বিবেচনায় গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ০২:১০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১১:২৫

মঙ্গলবার সকাল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। উইসকনসিনের একটি ভোটকেন্দ্র। ছবি: রয়টার্স

ভোটের জন্য ‘হুমকি’ তৈরি করতে পারেন— যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে এমন সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা সঙ্গে এদের একজনের যোগসূত্র থাকতে পারে বলে এফবিআই জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলাকালে এই দুজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এফবিআই জানিয়েছে, গ্রেফতার একজনের নাম আইজ্যাক সিসেল। তার বিরুদ্ধেই ট্রাম্পকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের যোগসূত্র পাওয়া গেছে।

আইজ্যাক সিসেল সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ‘স্যুট আপ ট্রাম্প র‌্যালি’ নামে একটি পোস্ট করেছিলেন। তিনি তদন্তকারীদের বলেছেন, ‘ট্রাম্প মারা গেলে সবকিছুই ভালো হতো’। একে স্পষ্টতই ট্রাম্পকে হত্যাচেষ্টার ইঙ্গিত বলছেন তদন্তকারীরা।

এদিকে মঙ্গলবার আরেক ঘটনায় গ্রেফতার করা হয়েছে ক্রিস্টোফার ক্লে পিয়ার্স নামে একজনকে। তার বিরুদ্ধে গত দুই বছর ধরে ডেমোক্র্যাটদের সঙ্গে যুক্ত একটি ‘অজ্ঞাত রাজনৈতিক অ্যাকশন কমিটির’ (পিএসি) বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

এফবিআই বলছে, পিয়ার্সকে এর আগেও তারা সতর্ক করেছিল। স্পষ্ট করে বলা হয়েছিল, অনলাইনে হুমকি দেওয়া অব্যাহত রাখলে তাকে অভিযুক্ত করা হবে। হয়েছেও তাই।

এদিকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোট ঘিরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই নির্বাচনে প্রধান দুই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন জনমত জরিপের তথ্য বলছে, কমলা ৪৮ শতাংশ সমর্থন নিয়ে ট্রাম্পের তুলনায় মাত্র ১ শতাংশ সমর্থনে এগিয়ে রয়েছেন। ব্যালটেও দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

কমলা হ্যারিস গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ হত্যাচেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর