Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাছান-নওফেল-জাবেদসহ ৮৬৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৬:৫৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১৮:১৯

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম ব্যুরো: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৬৫ জনের নামে চট্টগ্রামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাতে নগর পুলিশের সদরঘাট থানায় মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন মোমেন হোসেন জয় নামে এক ব্যবসায়ী। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, গুলি ছোড়া, ককটেল বিস্ফোরণ ও নারী শিক্ষার্থীদের গণধর্ষনের হুমকির অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।

মামলার উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন— চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, সামশুল হক চৌধুরী, মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবদুচ ছালাম, মুজিবর রহমান, মহিউদ্দিন বাচ্চু, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও কুমিল্লার সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকাল ১১টা থেকে ৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত নগরীর নিউমার্কেট এলাকায় বাদী মোমেন হোসেন জয় বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলেন। আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড আন্দোলনকারীদের মারধর করেন এবং তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ঘটান।

এছাড়া, আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের অশ্লীল গালিগালজ এবং শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে হেনস্থা করেন। সেইসঙ্গে তাদের গণধর্ষণেরও হুমকি দেন অভিযুক্তরা।

বিজ্ঞাপন

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রমিজ আহমদ সারাবাংলাকে জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৬৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে একাধিক সাবেক সংসদ সদস্যের নামও আছে।

সারাবাংলা/আইসি/পিটিএম

জাবেদ টপ নিউজ নওফেল হাছান

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর