Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে যুবককে হত্যা করে সোনার গহনা ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৬:০০ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১৭:০১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সদস্যকে খুন করে সোনার গহনা ডাকাতি

কুড়িগ্রামের ফুলবাড়িতে গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে সকলের হাত বেঁধে সসস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারী ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আলেফ উদ্দিন (৩৬)।

খবর পেয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ও ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও বাড়ির মালিক শফি উদ্দিন জানায়, রাত ২ টার দিকে ১০-১২ জন মুখোশ পড়া সসস্ত্র ডাকাত রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই তারা শফি উদ্দিন তার স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলেফ উদ্দিন, আনিছুর রহমান এবং ছেলের বউ সোমাইয়া বেগম সহ সকলের হাত-পা-মুখ বেঁধে মারধোর করে। বাড়িওয়ালার ছেলে আলেফ উদ্দিন ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ১০/১২ হাজার টাকা ও আট-নয় ভরি সোনার গহনা নিয়ে ডাকাত দল পালিয়ে যায়।

শফি উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম বলেন, ‘তারা টাকা ও স্বর্ণালংকার নেয়ার পরও আমার চোখের সামনে আমার ছেলেকে মারধোর করে নাক মুখ গলা চেপে ধরে হত্যা করে। প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলের হত্যাকারীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।’

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, আমি ঘটনাস্থলে রয়েছি। ডাকাতির ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুড়িগ্রাম মর্গে পাঠানো এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত দল রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করেছে। বাড়ির মালিকের ছেলে আলেফ উদ্দিন হয়তো ডাকাতদের চিনতে পেরেছে। সে কারনে ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে। অনুসন্ধান করে এই সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেফতারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কুড়িগ্রাম ডাকাতি যুবক হত্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর