হেমন্ত বরণে আলাস ক্র্যাফটের বর্ণিল শাড়ির আয়োজন
১৬ নভেম্বর ২০২৪ ১১:২৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৩
হেমন্তের মোহনীয় সৌন্দর্য কখনও কখনও ঋতুরাজ বসন্তকেও হার মানায়। হার মানাবেই বা না কেন? গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, দেবকাঞ্চন, রাজঅশোক, ছাতিম, বনফুলকে বরন করে নেয় হেমন্ত। সৌন্দর্য এবং বৈশিষ্ট্যে বাংলার ঋতুর রানী হেমন্ত। হেমন্ত তাই আমাদের কাছে সুখ-সমৃদ্ধির কাল। কারন, মাঠের পাকা সোনালী ধান, কৃষক- কৃষাণীর হাসি করে দ্বিগুণ। তাই তো হেমন্তরানীকে বরণ করে নিতে ‘আলাস ক্র্যাফট’ এর বারো-হাতি বস্ত্রের নিবেদন।
ন্যাচারাল মোটিফে শাড়ি টি ডিজাইন করা হয়েছে। এর ফ্যাব্রিক ম্যাটারিয়ালস র-সিল্ক ( মসলিন )। সবুজ ও সিদ্ধ জলপাই কালার সলিড বডির উপর সবুজ টোনের কম্বিনেশন। টিমস্ হিসাবে কটন টারশেল ব্যবহার করা হয়েছে। সারফেস অর্নামেন্টশন্ হ্যান্ডপ্রেইন্ট, কুশিকাটা ও কাটওয়ার্ক। শাড়ি টি ফেস্টিভ্যাল কে টার্গেট করে তৈরি করা হয়েছে।
বাগানবিলাস মোটিফে শাড়িটি ডিজাইন করা হয়েছে। এর ফ্যাব্রিক ম্যাটারিয়ালস র-সিল্ক (মসলিন)। লাক্স পিংক, লাইট রোজ, আপেল কালার, বটল গ্রিন, ইয়োলো কালার কম্বিনেশন। টিমস হিসেবে কটন টারশেল ও কুশিবল ব্যবহার করা হয়েছে। সারফেস অর্নামেন্টশন হ্যান্ডপ্রেইন্ট, কর্ডপাইপেন। শাড়িটি ফেস্টিভ্যালকে টার্গেট করে ডিজাইন করা হয়েছে।
লিফ মোটিফে শাড়িটি ডিজাইন করা হয়েছে। এর ফ্যাব্রিক ম্যাটারিয়ালস র-সিল্ক ( মসলিন )। লাইট অলিভ কালার সলিড বডির উপর ক্রিম কালার, লাইট গ্রিন, ডিপ গ্রিন টোনের কম্বিনেশন। টিমস্ হিসাবে কটন টারশেল ব্যবহার করা হয়েছে। সারফেস অর্নামেন্টশন্ ব্লক প্রিন্ট, মেশিন এম্বুয়ডারি,কাটওয়ার্ক। শাড়ি টি ফেস্টিভ্যাল কে টার্গেট করে তৈরি করা হয়েছে।
‘ফোক কালচার’ কনসেপ্ট এ শাড়ি উইথ কোটি ডিজাইন করা হয়েছে। এর ফ্যাব্রিক ম্যাটারিয়ালস-সিল্ক ( মসলিন ), তসর সিল্ক। কফি, ব্রাউন ও অফ হোয়াইট এর কম্বিনেশন। টিমস হিসেবে কটন টারসেল এবং কুশি বল ব্যবহার করা হয়েছে। সারফেস অর্নামেন্টশন ব্লক প্রিন্ট, মেশিন এম্ব্রয়ডারি এবং প্যাচওয়ার্ক। শাড়িটি ফেস্টিভ ফর্মাল ওয়্যার হিসাবে সাধারণ গ্রাহকদের লক্ষ্য করে তৈরি করা।
জ্যামিতিক এবং লিফ মোটিফে শাড়িটি ডিজাইন করা হয়েছে। এর ফ্যাব্রিক ম্যাটারিয়ালস-র সিল্ক ( মসলিন )। পারপেল এন্ড ক্রিম সলিড বডির উপর পিংক, ডিপ পিংক, পারপেল, ক্রিম কালার কম্বিনেশন। টিমস হিসাবে কটন টারশেল এবং কুশি বল ব্যবহার করা হয়েছে। সারফেস অর্নামেন্টেশন্ ব্লক প্রিন্ট, মেশিন এম্বুয়ডারি এবং কার্টওয়ার্ক করা হয়েছে। শাড়িটি ফেস্টিভ্যাল কে টার্গেট করে ডিজাইন করা হয়েছে
জ্যামিতিক মোটিফে শাড়িটি ডিজাইন করা হয়েছে। এর ফ্যাব্রিক ম্যাটারিয়ালস র-সিল্ক ( মসলিন )। লাইট পিংক সলিড বডির উপর পিংক, ডিপ পিংক, পারপেল কালার কম্বিনেশন। টিমস্ হিসাবে কর্ড পাইপেন এবং কটন টারশেল ব্যবহার করা হয়েছে। সারফেস অর্নামেন্টশন্ ব্লক প্রিন্ট, মেশিন এম্বুয়ডারি। শাড়ি টি ফেস্টিভ্যাল কে টার্গেট করে ডিজাইন করা হয়েছে।
আলাস ক্রাফটসের স্বত্বাধিকারী আলিফ লায়লা বলেন, তাদের সকল আয়োজনেই প্রাধান্য পায় দেশীয় শাড়ি। সুতার বুনন এক পাল শাড়িতে বিভিন্ন গল্প তৈরি হয়। এক একটি গল্প এক এক ধরনের সৌন্দর্যের কল্পকাহিনীই প্রকাশ করে। দেশীয় সংস্কৃতি, কৃষ্টি নিয়েই লালন রাজ্য আলাস ক্র্যাফট।
সারাবাংলা/এফএম