রমেক অধ্যক্ষকে রাখা না রাখা নিয়ে পালটাপালটি কর্মসূচি
৩ নভেম্বর ২০২৪ ২০:৫৯ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩
রংপুর: রংপুর মেডিকেল কলেজে সদ্য নিয়োগ পাওয়া নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানের অপসারণের দাবিতে চিকিৎসক, কর্মচারী ও শিক্ষার্থীদের বড় একটি অংশের চলমান আন্দোলনের মধ্যে অধ্যক্ষকে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে আরেকটি অংশ। এদিকে, আন্দোলনকারীরা নবনিযুক্ত অধ্যক্ষকের অব্যাহতি চেয়ে সেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (৩ নভেম্বর) দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বরে সচেতন রংপুরবাসীর ব্যানারে এ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে বহাল রেখে কলেজের একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে নবনিযুক্ত অধ্যক্ষকে আগামীকাল সোমবারের (৪ নভেম্বর) মধ্যে অব্যাহতি দেওয়া না হলে কলেজে শাখায় মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
গত মঙ্গলবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এক চিঠিতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (সদ্য সাবেক) অধ্যাপক ডা. শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।
ডা. মাহফুজার রহমানকে রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগদানের খবরে গত বুধবার থেকে মাহফুজার রহমানের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা নামে একটি অংশ। প্রতিদিনই চলছে বিক্ষোভ সমাবেশ। অনির্দিষ্টকালের জন্য ক্লাস, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় তৈরি হয়েছে অচলাবস্থা; অন্যদিকে অধ্যক্ষের কক্ষে ঝুলছে তালা। সবমিলিয়ে অধ্যক্ষের অপসারণের দাবির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। অতি দ্রুতই অধ্যক্ষকে অপসারণ করা না হলে সর্বাত্মক কর্মবিরতি দেওয়ার মতো জোর আন্দোলনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে প্রেস ক্লাব চত্বরে নতুন অধ্যক্ষের পক্ষে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান। রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান, মেডিকেল কলেজের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, মাহামুদ ইসলাম, আজিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের দোসররা নবনিযুক্ত অধ্যক্ষ মাহফুজার রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা দিচ্ছে। মাহফুজার রহমান তার যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসররা সুবিধা নিতে পারবে না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাকে সরানোর পাঁয়তারা করছে। তাকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
নতুন কর্মসূচি ঘোষণা
রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে আগামীকাল সোমবারের মধ্যে অব্যাহতি দেওয়া না হলে কলেজে শাখায় মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর