আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
২ নভেম্বর ২০২৪ ১৩:৪১ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৬:২০
মানিকগঞ্জ: নাব্যতা সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এতে নদীর উভয় পাড়ে আটকে রয়েছে প্রায় তিন শতাধিক পণ্য বোঝাই ট্রাক। সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কতৃর্পক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
‘বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বিগত কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে ওই নৌ রুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুকি পূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে।
কিন্তু নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরো সুরু হয়ে যাওয়ায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ফেরি চলাচল।
দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল একেবারেই বন্ধ করা হয়।
এতে মানিকগঞ্জের আরিচা ঘাটে শতাধিক ও পাবনার কাজিরহাটে দুই শতাধিক পন্যবাহী ট্রাক আটকে পড়েছে। নাব্যতা সংকট কাটলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।
সারাবাংলা/এসডব্লিউআর