Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা অফিসে লুটপাটের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ০০:১৬ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ১৩:১৯

ছাত্র-জনতার হামলার সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতি ভেঙে ফেলা হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি লুটপাট চালানোর অভিযোগ করেছে জাতীয় পার্টি। দলটির দফতর সম্পাদক মাহমুদ আলম জানান, পার্টি অফিসের আসবাবপত্রসহ এসি-ফ্যান থেকে শুরু করে হাত ধোয়ার বেসিন ও জালনার পর্দা পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর পার্টি অফিসের নিচ তলায় ও দোতালায় আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়। পরে পার্টি অফিসে আগুন দেওয়া হয়। এ সময় লুটপাট চালানো হয় বলে অভিযোগ দলটির।

বিজ্ঞাপন

আরও পড়ুন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

মাহমুদ আলম সারাবাংলাকে বলেন, শনিবার (২ নভেম্বর) জাতীয় পার্টির সমাবেশ সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদের বৈঠক চলছিল। এ সময় একটি মশাল মিছিল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা পার্টি অফিসের সামনে এসে হামলা করে। উপস্থিত নেতাকর্মীরা এ সময় তাদের ধাওয়া দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ফেসবুকে ঘোষণা দেন, তারা জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে কাকরাইলে আসবেন।

জাপার দফতর সম্পাদক বলেন, রাত ৮টার কিছু পরে বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শতাধিক ছাত্র-জনতা জাতীয় পার্টির অফিসে এসে হামলা চালায়। আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। একপর্যায়ে নেতাকর্মীরা পিছু হটলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে লোহার রড ও শাবলের মতো দেশীয় অস্ত্র ব্যবহার করে অফিসের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আসবাবপত্র, এসি, ফ্যান থেকে শুরু করে বেসিন-কার্পেট-জানালার পর্দা পর্যন্ত লুটপাট করে নিয়ে যায়। চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর করে। শেষে পার্টি নিচ তলায় আগুন ধরিয়ে দেয়। সেই আগুন দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

জাপা কেন্দ্রীয় কার্যালয়ে হামলা। ছবি: সারাবাংলা

তাৎক্ষণিকভাবে জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম রমনা থানা ও সেনা ক্যাম্পে ঘটনাটি অবহিত করেন। তবে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে যাননি বলে জানান মাহমুদ আলম। একপর্যায় সেনাবাহিনীর কিছু সদস্য সেখানে উপস্থিত হলে তাদের সামনেই লুটপাট চলে বলে অভিযোগ মাহমুদ আলমের। তিনি বলেন, শাবল দিয়ে এরশাদের প্রতিকৃতি ও লাঙ্গল প্রতীক খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে ফেলে হামলাকারীরা।

রাত ১১টায় এ প্রতিবেদন লেখার সময় সেনা ও পুলিশ সদস্যরা কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন বলে জানান মাহমুদ আলম ও স্থানীয়রা। তারা জানান, ওই রাস্তা দিয়ে জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে।

হামলা-ভাঙচুরের পর জাাপা কার্যালয়ে আগুন দেওয়া হয়। ছবি: সারাবাংলা

জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায় দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ওখানে আমাদের বক্তব্য তুলে ধরব।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় পার্টি লুটপাট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর