Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: মাসের ব্যবধানে ডেঙ্গুতে শনাক্ত ও মৃত্যু বেড়েছে ৭০ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ২২:০২ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ০২:১৫

ঢাকা: দেশে অক্টোবর মাসে ডেঙ্গু শনাক্ত ৩০ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩৪ জন। এর আগে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৮ হাজার ৯৭ জন। এর মাঝে ৮০ জন মারা যান। এক মাসের ব্যবধানে ডেঙ্গু শনাক্ত বেড়েছে ৭০.৬৩ শতাংশ। একই ভাবে মৃত্যু বেড়েছে ৬৮.৭৫ শতাংশ।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে আরও এক হাজার ২৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এ নিয়ে দেশে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হলেন ৬১ হাজার ৮১৭ জন। এর মাঝে ৫৭ হাজার ৪৭৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৯৭ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৭৯৫ জন ও নারী ৪৪৮ জন। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৯৭ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৩৪ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, খুলনা বিভাগে ১২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৬৭ জন, রংপুর বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ১০৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় পাঁচ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৯৮ জন। এর মাঝে ৫১ দশমিক ৯ শতাংশ নারী ও ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসআর

ডেঙ্গু মৃত্যু বেড়েছে শনাক্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর