সেরা দল হিসেবেই শিরোপা জিতেছে বাংলাদেশ: সাবিনা
৩১ অক্টোবর ২০২৪ ০৯:০৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১১:২৭
দুই বছর আগে একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়ে সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। গত রাতে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফের সেরা হয়েছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জয়ের পর বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলছেন, সেরা দল হিসেবেই শিরোপা জিতেছেন তারা।
জমজমাট এক ফাইনালে মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার গোলে ২-১ ব্যবধানের জয় নিয়েই শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ। বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক শিরোপা ধরে রাখার ঘটনা এর আগে ঘটেনি।
সাবিনা বলছেন, টানা শিরোপা জয় প্রমাণ করে বাংলাদেশ যোগ্য দল হিসেবেই গতবার শিরোপা জিতেছিল, ‘দেশের মানুষ অনেক আশায় ছিল ট্রফিটার জন্য। কেউ যেন না বলতে পারে যে প্রথম শিরোপাটা ‘বাই চান্স’ হয়ে গিয়েছে। মেয়েরা প্রমান করে দিয়েছে যে তারা ভালো ফুটবল খেলতে পারে। বাংলাদেশ সেরা ও যোগ্য দল হিসেবেই ট্রফি জিতেছে।’
সাফ শিরোপা দেশের মানুষকে উৎসর্গ করেছেন সাবিনা, ‘অনেক ভালো লাগছে। দেশের মানুষের মান রাখতে পেরেছি এটাই সবচেয়ে বড় ব্যাপার। এই জয় উৎসর্গ করছি দেশের মানুষকে। কারণ তাদের দোয়া ও সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না।’
বাংলাদেশের আরেক মিডফিল্ডার মারিয়া মান্দাও এই জয় উৎসর্গ করেছেন দেশের মানুষকেই, ‘নেপাল অনেক শক্তিশালী দল ছিল। আমরা গোল খেয়েও মনোবল হারাইনি। আমরা জেতার চেষ্টাই করে গেছি। এই ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করছি আমরা।’
সারাবাংলা/এফএম