Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা, দিনে ডিউটি ৪ ঘণ্টা

স্পেশাল করেসপডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৭:৩৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:৩৭

ঢাকা: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, ট্রাফিক নিয়ন্ত্রণের যুক্ত হতে যাচ্ছে শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরি হিসেবে নিয়োগ পাবেন। প্রতিদিন তাদের ডিউটি হবে ৪ ঘণ্টা।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান।

যুব উপদেষ্টা বলেন, ‘৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্য রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জনকে নেওয়া হবে। এ সকল শিক্ষার্থী রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করবেন। সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে। তাই চার ঘণ্টা করে তারা কাজ করবেন।’ ছাত্রদের পড়াশোনা শেষে তাদের আগ্রহ থাকলে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান এই উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট-টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো।’ বিশ্বের উন্নত অনেক দেশে শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয় বলেও উদাহরণ তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার, পুলিশ না থাকায় সড়কে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। ওই সময় শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করে। যা জনগণের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়। এরপর কিছু শিক্ষার্থীকে সড়ক ব্যবস্থাপনার ওপরে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/এমপি

ট্রাফিক

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর