Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার নাশকতা মামলার আসামি মমতাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৫:৫৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:২৬

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে দুটি হত্যা মামলার পর এবার হরিরামপুরে নাশকতা মামলার আসামি হলেন সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মামলার আসামি হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসারসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে হামলা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার বাসভবন ভাংচুরের ঘটনায় এ মামলা করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে হরিরামপুর থানার এ মামলা দায়ের করা হয়। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেছেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল। মামলায় মমতাজসহ ৮৬ জন আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে।

এ মামলায় গ্রেফতারকৃত হলেন-উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ, উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ, কালই গ্রামের নিত্য সরকার ও মতিয়ার রহমান মতি।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ৩০মে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করার সময় সাবেক এমপি মমতাজ, আওয়ামী লীগ নেতা গোলজার বাচ্চু, আব্দুর রউফ দেওয়ান, আবুল বাসার সবুজ, ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, সেলিম মোল্লা, মোসলেম উদ্দিন খান (কুন্নু) ও ছাত্রলীগ নেতা রাজিবুল হাসান রাজিবসহ ৮৬জন হামলা ও ভাঙচুর চালায়। এসময় এলোপাথারী গুলিবর্ষণ করা হয়।

বিজ্ঞাপন

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুমিন খান মামলা ও চার আসামির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নাশকতা মামলার আগে সাবেক সংসদ সদস্য ও কন্ঠ শিল্পী মমতাজের বিরুদ্ধে গোবিন্দল এলাকায় চারজন গ্রামবাসী হত্যার ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। একই আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর বিরুদ্ধেও হত্যা মামলা হয়।

সারাবাংলা/এসআর

মমতাজ শিল্পী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর