প্রধান বিচারপতির সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার সাক্ষাৎ
২৯ অক্টোবর ২০২৪ ২১:৩৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২১:৩৯
ঢাকা: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফলকার টুর্ক দেশের বিচার বিভাগের আধুনিকায়নে সম্প্রতি প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের প্রশংসা করেন এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন। বিশেষ করে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন, দেশে সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য গত ২৮ আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (Office of the United Nations High Commissioner for Human Rights) এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান ররি মুনগোভর্ন প্রধান বিচারপতির সঙ্গে যে সৌজন্য সাক্ষাত করেছিলেন তারই ধারাবাহিকতায় আজ ফলকার টুর্কের নেতৃত্বে এই প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে আসেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রধান বিচারপতি প্রতিনিধি দলটিকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়া ও মানবাধিকারের সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ মর্মে আশ্বাস প্রদান করেন। উক্ত সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেআইএফ/এইচআই
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ